নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৬ ফেব্রুয়ারি ২০১৯:
আঞ্চলিক এসএমই মেলা উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্থানীয় সরকার উপ পরিচালক ড. মাহবুব উল করীম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানাসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ। আগামী ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে সাতদিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানান জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।