লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
বুধবার ০৬ ফেব্রুয়ারি ২০১৯:
জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণসহ বীরত্বপূর্ণ ও সাহসিকতার জন্য বিপিএম পদক পেলেন নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম।
এছাড়াও পিপিএম (সাহসিকতা) পদক পেয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আব্দুল গাফ্ফার ও পিপিএম (সেবা) পদক পেয়েছেন রূপন কুমার সরকার।
গত (০৩ ফেব্রুয়ারি) সোমবার পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং সেবামূলক কাজের জন্য পদক পেয়েছেন ৩৪৯ জন। বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ৪০ জন, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ৬২ জন।
আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা, কর্মনিষ্ঠার জন্য বাংলাদেশ পুলিশ (বিপিএম) সেবা পদক ১০৪ জন এবং ১৪৩ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পদক দেওয়া হয়েছে।
#