নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৬ ফেব্রুয়ারি ২০১৯:
ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনের অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো অভিযান। ফলে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে অবৈধ বালু ব্যবসায়ীরা। অন্যদিকে হুমকীর মুখে ব্রহ্মপুত্র নদ ও বনাঞ্চল এলাকা।
জানা যায়, একাধিক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর দুই পাশ ভেঙে যাচ্ছে। এতে করে ওই এলাকার অসহায় হতদরিদ্র মানুষের বসতঘর ও পারিবারিক কবরস্থান ভাঙনের কবলে পড়েছে। এসব অবৈধ ড্রেজারের বিরদ্ধে প্রশাসন যদি এখনি ব্যবস্থা না নেয়, তাহলে এলাকাবাসী ভয়াবহ ক্ষতির সম্মুখে পড়বে।
সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চরনিলক্ষীয়া এলাকায় একাধিক ড্রেজার ব্যবসায়ী শাহীন, সুমন, জালাল, মিলন রেজাক ও কাদিরসহ আরও অজ্ঞাত কয়েকজন সিন্ডিকেট করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই বালু উত্তলন করে আসছে। ফলে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজাস্ব। হুমকীর মুখে পড়ছে ব্রহ্মপুত্র নদ। সেই সঙ্গে প্রাকৃতিক সুন্দর্য বনাঞ্চল নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।
এ বিষয়ে কথা বলতে, বালু ব্যবসায়ী শাহীন, সুমন, জালাল, মিলন রেজাক ও কাদিরের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি।
ময়মনসিংহ সদর উপজেলার সহকারি ভূমি কমিশনার মুহিনুল হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।’