এম.শরীফ হোসেন । নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ৮ ফেব্রুয়ারি ২০১৯:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে পুরিন্দা গ্রামে অবস্থিত পুরিন্দা মডেল স্কুল কলেজে এর স্কুল শাখার শিক্ষার্থীদের মন মেধা বিকাশের লক্ষ্যে বার্ষিক শিক্ষা সফর ২০১৯ আয়োজন করেছে বিদ্যালয় কতৃপক্ষ।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা সফরটি প্রতিষ্ঠান প্রাঙ্গণ হতে ঢাকার মিরপুর চিরিয়াখানার উদ্দেশ্য রওনা হয়। দিনব্যাপী চিড়িয়াখানায় ঘুরেফিরে বিভিন্ন প্রানী দেখা, তাদের নাম, জাত ও বর্ণ সম্পর্কে পরিচিয় জানার মাধ্যমে আনন্দ উৎফুল্লতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সময় কাটে।
এসময় কচিকাঁচা কোমলমতি শিক্ষার্থীদের চিড়িয়াখানায় রাখা প্রাণীর বিষয়ে জানতে সাহায্য করেন বিদ্যালয়ের শিক্ষকা সাবিনা আক্তার,সুমনা আক্তার, রুনা আক্তার,শান্তা আক্তার ও বৃষ্টি লতা।
সবশেষে বিকালে শিক্ষার্থীদের মাঝে চিড়িয়াখানা দর্শনে অর্জিত সাধারণ জ্ঞান, কৌতুক, গল্প, কবিতা ও ছড়া আবৃত্তির আয়োজন করা হয়।
এতে তিন ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সফরে শিক্ষার্থীদের উদ্দশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান ও পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মাধবদী থানা প্রেসক্লাব সদস্য এম.শরীফ হোসেন, অধ্যক্ষ ইউসুফ মিয়া, প্রকাশনা বিষয়ক সম্পাদক লেকচারার শাহীন আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই(নিসচা)র মাধবদী থানা কমিটির সদস্য মাশকুর রহমান। শিক্ষা সফরটিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিবাবক গণের অংশগ্রহণ সাফল্যমন্ডিত করে।