নিউজ ডেস্ক । নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ৮ ফেব্রুয়ারি ২০১৯:
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনেল বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ বিপিএম (বার)। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) ।
বাংলাদেশে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি আবদুস সালাম পিপিএম।
অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন- পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী বিপিএম, পিপিএম, ও ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান।