স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৯:
বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাকিব আল হাসান এবার এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়াতে পেরে খুশি নিজের বোলিং নিয়ে, তবে হতাশা আছে ব্যাটিংয়ে।
বিপিএলের এক টুর্নামেন্টে আগে যৌথভাবে সর্বোচ্চ ২২ উইকেট ছিল সাকিব ও কেভন কুপারের। এবার ২২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন। তাদের ওপরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব।
বাঁহাতি স্পিনে ১৭.৬৫ গড়ে নেন ২৩ উইকেট। ওভার প্রতি খরচ করেন ৭.২৫। সেরা ৪/৬। ব্যাটিংয়ে ২১.৫০ গড়ে করেন ৩০১ রান। স্ট্রাইক রেট ১১৩.১৫। ফিফটি দুটি, সর্বোচ্চ অপরাজিত ৬১।
সাকিব বলেন, আবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে খুশি। আরও কিছু বেশি রান করতে পারলে আরও ভালো লাগতো। হয়তো আরও বেশি কিছু রান করা উচিতও ছিল। বোলিংয়ে খুবই খুশি যেভাবে টুর্নামেন্টটা গিয়েছে। তারপরও মনে হয়, বোলিংয়ে স্কিলের দিক থেকে উন্নতির এখনও কিছু জায়গা আছে।