নিউজ ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,৯ ফেব্রুয়ারি ২০১৯:
ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। ৩৩ বছর বয়সী এক নারী জানিয়েছেন, তার পেটের ভেতর অপারেশন করার কাঁচি রেখেই সেলাই করেন এক সার্জন।
তিন মাস এভাবে থাকার পর পুনরায় তার অস্ত্রোপচার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, এই ঘটনাটি ভারতের নামকরা হাসপাতাল নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের। ওই নারী তলপেটে ব্যথা নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে আসলে এক্স-রেতে বিষয়টি ধরা পড়ে।
শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এদিন সকালেই ভুক্তভোগী নারীর পেট থেকে কাঁচি বের করা হয়েছে।
এই কাঁচি শল্য চিকিৎসায় ব্যবহৃত এক ধরনের চিমটে বা সাঁড়াশি।
হাসপাতালের পরিচালক কে. মনোহার এনডিটিভিকে বলেন, ‘রোগীর সুস্থতা আমাদের কাছে প্রথম। ইতিমধ্যে আমরা তার শরীর থেকে কাঁচি বের করেছি। কীভাবে এমন ঘটনা ঘটল সেটি তদন্ত করে দেখা হবে।’
অস্ত্রোপচারটি করেন হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের এক সার্জন।
শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, পুলিশের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভোক্তা অধিকার আইনে মামলাও হতে পারে।