মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৯:
আগামী ১৪-১৬ ফেব্রুয়ারী “Munich Security Conference 2019” এ অংশগ্রহণ করতে জার্মানির বায়ার্ন মিউনিখ শহরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে গতকাল(৮ই ফেব্রুয়ারী) বায়ার্ন মিউনিখ আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বায়ার্ন মিউনিখ আওয়ামীলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ ও জার্মানিতে বসবাসরত প্রবাসীদের পক্ষ থেকে ঐতিহাসিক সংবর্ধনার বিষয়ে আলোচনা করা হয়।
বায়ার্ন মিউনিখ আওয়ামীলীগের সভাপতি রোমান মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মিউনিখ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সভাপতি মাসুম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, নেছার আহমেদ মুন্না, আনিসুর রহমান, আহাম্মদ আলী, জাহিদ হাসান পোলক, মোহাম্মদ মাত্ব, সুমন মিয়া, মোঃ শাহেদ সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই জননেত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।