স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ৯ ফেব্রুয়ারি ২০১৯:
আগের পাঁচ আসরের একটিতে ফাইনাল খেলা হয়নি তার। তবে যখন খেললেন তখন আর তাকিয়ে দেখা ছাড়া কারো কিছুই করা ছিলো না। বলছি বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কথা।
গতকাল বিপিএলের ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি। শুধু সেঞ্চুরি নয় ৬১ বল থেকে করেছেন ১৪১ রানের এক অবিশ্বাস্য অগ্নিঝরা ইনিংস। যেখানে ১০টি চার ও ১১টি ছক্কা মেরেছেন তিনি।
চলতি আসরে এটি কোনো বাংলাদেশির প্রথম সেঞ্চুরি। ম্যাচে ঢাকা ডায়নামাইটসেকে ১৭ রানে হারিয়েছে তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে শুরুর দিকে নিজেকে মেলে ধরতে পারেননি তামিম। শেষ ম্যাচ বাজিমাত করে হয়েছেন বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। আর ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা।
ম্যাচ শেষে শুক্রবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ম্যাচ শুরুর আগে টেনশনে ছিলাম। আমি মাশরাফি ভাইয়ের কৌশল অবলম্বন করেছি। মাশরাফি ভাইয়ের মনে কি আছে আমি জানি না তবে উনি সব সময়ই বলেন আমি জিতব আমি জিতব। উনার থেকেই কপি করা। টুর্নামেন্ট শুরুর দিন থেকেই আমার বিশ্বাস ছিল আমরা জিতবো। আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না কেমন করে এমন একটা ইনিংস খেললাম। তবে আমি খুবই পজিটিভ ছিলাম।’