খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
সোমবার,১১ ফেব্রুয়ারি ২০১৯: আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হতে চায় ‘আমার নরসিংদী’ ফেসবুক গ্রুপের মডারেটর ও বৌয়াকুর কীর্ত্তণ কমিটির মহিলা বিষয়ক সম্পাদক আঁখি রানী দাস।
নরসিংদী শহরে জুরে আঁখি রানী দাসের প্রচারণা চোখে পরার মত। তার পোস্টার ফেস্টুনে আওয়ামীলীগের দলীয় কোন পদ না দেখা গেলেও বঙ্গবন্ধু পরিবার ও নরসিংদীর শীর্ষ আওয়ামী লীগ নেতাদের ছবি দেয়া আছে তার পোস্টার ও ফেস্টুনে।
আঁখি রানী সমাজ সেবায় এক পরিচিত তরুণ মুখ বলে তিনি আসন্ন উপজেলা নির্বাচনে নরসিংদী সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছে। তার প্রচারে নরসিংদী সদর উপজেলার সর্বস্তরের জনগণের নাম দেয়া রয়েছে।