এম.শরীফ হোসেন★
দুবাই থেকে | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯:
অনেক আগে থেকেই সংযুক্ত আরব আমিরাতের মার্কেট গুলোতে সপ্তাহের প্রতি শুক্রবার সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দামের উপর প্রতিযোগীতা মূলক ছাড় দেয়ার একটি প্রবনতা লক্ষ্য করা যায়। ক্রেতাদের নিজ নিজ মার্কেটের প্রতি আগ্রহী করতেই মূলত এ ছাড়ের ব্যাবস্থা করে থাকেন মার্কেট কর্তৃপক্ষগণ। সেখানেও থাকে নানান প্রতিযোগীতা। এক মার্কেট আরেক মার্কেটের চেয়ে বেশী ছাড় দিয়ে নূন্যতম লাভে সেদিন বেচা কেনা করে থাকেন। প্রতিযোগীতার এ বাজারে লক্ষ্য করে দেখা গেছে বাংলাদেশের তুলনায় এখানে ফলমুল স্বল্পদামে পাওয়া গেলেও সবজির দামে আছে আগুন।
দুবাইস্থ আলকোজ(৩) শিল্প এলাকার ওয়েস্ট জোন ফ্রেস সুপার মার্কেটের দ্রব্যাদির দামের উপর ছাড়কৃত মূল্য হিসেব করে দেখা গেছে প্রতি কেজি কমলার দাম ২ দিরহাম ৯৫ ফিলস যার বাংলাদেশী মূল্যে ৬৮ টাকা ৬০ পয়সার কাছাকাছি দাম পড়ে।
মালটার প্রতি কেজি ২ দিরহাম ৫০ ফিলস যার বাংলাদেশী মূল্যে ৫৮ টাকা ৫০ পয়সা পড়ে।আঙ্গুরের প্রতি কেজি ৪ দিরহাম ৯৫ ফিলস যার দাম বাংলাদেশী মূল্যে ১১৫ টাকা ৮৩ পয়সা পড়ে।
বাংলাদেশে এ সকল ফলের দাম দিগুন বা তার চেয়েও বেশী থাকে।
এদিকে,ফলের এমন স্বল্প দামের ভীড়ে সবজির বাজারেই আগুন জ্বলছে।
তাজা সতেজ করলা যেখানে বাংলাদেশে ৪০/৫০ টাকা কেজি পাওয়া যায় সেখানে দুবাইতে এর দাম ৮ দিরহাম ৫০ ফিলস মানে বাংলার ১৯৮ টাকা ৯০ পয়সা কেজি।কালো বেগুন ৪ দিরহাম ৯৫ ফিলস যার বাংলা মূল্যে দাম হয় ১১৫ টাকা ৮৩ পয়সা।ফুল কপি এবং মুলা বাংলাদেশে ১০/১৫ টাকায় ১ থেকে ১.৫ কেজি ওজন মিলে অথচ এখানে প্রতি কেজি মুলা আর ফুলকপির দাম ২ দিরহাম ৯৫ ফিলস মানে বাংলার ৬৮ টাকা ৬০ পয়সার কাছাকাছি।
এত ব্যাবধানের পরও বাঁচার তাগিদে মার্কেটগুলোতে ক্রেতার ভীড় সর্বক্ষণই লক্ষ্য করা যায়।
এদিকে,সবজি,চাল ঢাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চড়া দামের এ কড়া ফয়দা লুটছে ভারত।
জানাগেছে,মরুভূমি প্রধান এ দেশে চাষাবাদে তেমন সয়ংসম্পূর্ণ নয় বলে পার্শবর্তী দেশ হতে এসব দ্রব্য আমদানী করা হয়ে থাকে।
আর এদেশে আমদানীর মালামালে সবচেয়ে বেশী রপ্তানীই করে ভারত।ফলে ভারত এ সূযোগে ফয়দা লুটছে বেশ।
প্রবাসীদের প্রত্যাশা,বাংলাদেশের কৃষিতে সরকারী সুবিধা দিয়ে উৎপাদন বাড়িয়ে সব্জিতে দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সব্
সবজি গুলো এ দেশে যদি সরকারীভাবে রপ্তানী করা যায় তবে বাংলাদেশও একসময় প্রচুর লাভবান হবে।