ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯:
বিশ্ব মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের শান্তি কামনার পাশাপাশি সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে আজ। আর এর মধ্য দিয়ে এবারের দুই পর্বের ইজতেমা শেষ হলো।
মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে দিকে টঙ্গীর তুরাগ তীরে ৫৪তম বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দিল্লি মারকাজ (মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির) অনুসারীদের আখেরি মোনাজাত অনুষ্ঠিত শুরু হয়।
এর আগে, রোববার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের ইজতেমার আনুষ্ঠানিকতা। মাওলানা হাফিজ বয়ান করেন উর্দু ভাষায়। বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ মুনসুর তা বাংলায় তরজমা করে শোনান।