স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি ২০১৯ :
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার দুপুর ১টায়। তবে বিকেল ৪টার দিকেও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌ ৪টার দিকে ওয়াহিদ মেনশনের ২য় তলা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর কয়েক মিনিট পরপর ৪-৫টি বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেখানে দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবন এখনও তাপে উত্তপ্ত। ভেতরে সিলিন্ডার, বডি স্পেসহ বিভিন্ন ক্যামিকেল যুক্ত জিনিস রয়েছে। সেগুলো এখন তাপে নির্দিষ্ট সময় পরপর বিস্ফোরিত হচ্ছে।
তবে এসব বিস্ফোরণের ঘটনায় আবারও সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে কিনা সেব্যাপারে কিছু বলতে পারেননি।
গোটা চুড়িহাট্টা এলাকা গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। তবে বিস্ফোরণের ফলে সেচ্ছাসেবী কর্মীরা কাজ করতে ব্যাঘাত পেতে হচ্ছে।
অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া ৮১ জনের মধ্যে যাদের শনাক্ত করা গেছে তাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে মরদেহ হস্তান্তর শুরু হয়। নিহতের মধ্যে ৪১ মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী, দুই শিশু ও ৩৭ জন পুরুষ।