নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২১ ফেব্রুয়ারি ২০১৯: নরসিংদীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বৃহস্পতিবার(২১ ফেব্রুয়রি) পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।