খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২১ ফেব্রুয়ারি ২০১৯: মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে জমে উঠেছে তিনদিন ব্যাপী অমর একুশে বইমেলা। এ মেলায় দেশের স্বনামধন্য লেখকের বই নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তৈরী করা হয়েছে সাংস্কৃতিক মঞ্চ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নৃত্য, গল্প, নাটিকা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগীতামূলক অনুষ্ঠান দেখার জন্য শেষ দিনে আজ ভীড় জমিয়েছেন দর্শনার্থীরা।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মো: মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধক ছিলেন মাধবদী পৌর সভার সাবেক মেয়র ও মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মো: সফিউদ্দিন আহম্মেদ। এর দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহম্মেদ।
মাধবদী থানা শাখা ছাত্রলীগের সভাপতি মো: মাসুদ রানা ও মাধবদী বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আরিফ হোসেন এবং কলজের অধ্যক্ষ বাবু দিলীপ কুমার চক্রবর্তী এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন। মেলায় ২য় দিন আরো উপস্থিত ছিলেন, লেখক ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকন, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার ও সহ-সভাপতি তৌহিদুর রহমান, মাধবদী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন শাহিন, মাধবদী বাসস্টেস্ট শ্রমিক ইউনিটি জাতীয় শ্রমিক লীগের সভাপতি সামস সুমন ও আরো অনেকে।