এম এ হাকিম ভূঁইয়া | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২২ ফেব্রুয়ারি ২০১৯:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহি একটি বাসের চাকায় পিষ্ট হয়ে শরীফ (৩০) নামে এক পথচারি নিহত হয়েছেন।
সে স্থানীয় পুরিন্দা বড়বাড়ি এলাকার শাজাহানের ছেলে। শুক্রবার রাত ৮টায় পুরিন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পরে বাসটি দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ রাস্তা পারাপার হচ্ছিল। এসময় একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
আড়াইহাজার থানার ডিউটি অফিসার এএসআই আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তিকে চাপা দিয়ে চালক বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে বাসটি আটক করা যায়নি।