মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯:
শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কামারটেক বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটে শুক্রবার রাত ১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মার্কেটের সার ও কীটনাশক, মোবাইল সার্ভিসিং, এলপি গ্যাস, ইলেকট্রনিকস শো-রুম সহ ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নরসিংদী জেলা ফায়ারসার্ভিস এর উপপরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান খবর পেয়ে ফায়ারসার্ভিস এর নরসিংদী, শিবপুর, বেলাব ও রায়পুরার ৪ টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযাবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, উপজেলা চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুইয়া, যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহামেদ। এসময় সাংসদ জহিরুল হক ভুইয়া মোহন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।