নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯:
লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে শনিবার দিনব্যাপী প্রতিবন্ধীদের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। শনিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সেবা প্রধান করা হয়।
ইউকেএইড এর অর্থায়নে, সাইডসেভার্সের সহযোগিতায় স্থানীয় প্রতিবন্ধী সংগঠন স্পন্দন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদী এই কার্যক্রমটি পরিচালনা করেন।
স্থানীয় শীলমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ডা: ফারজানা শাহীন প্রতিবন্ধীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে সেবা প্রদান করেন। এছাড়া বেশ কয়েকজন রোগীকে চক্ষু অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় লায়ন্স চক্ষু হাসপাতালের কর্মকর্তা আজমুল হুদা, ইনক্লোসন কর্মকর্তা আ: রহিম, এনজিও কর্মী বিল্লাল হোসেন ও রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।