নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,৩ মার্চ ২০১৯:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধার দিকে উপজেলার জাঙ্গালিয়া শান্তিরবাজার এলাকার মাঝামাঝি চেঙ্গারখালীতে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃত যুবকের পরনে ছিল খয়রী রঙের শার্ট ও কালো রঙের জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসী রোববার বিকাল ৪ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া শান্তিরবাজার এলাকার মাঝামাঝি চেঙ্গারখালীতে হাত-পা বাঁধা অবস্থায় এক জনের মৃতদেহ পানিতে ভাসতে দেখে আড়াইহাজার থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ সন্ধা ৬ টার দিকে মৃতদেহটি উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ভোরের কোনও এক সময় তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।