নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
রবিবার,৩ মার্চ ২০১৯:
নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থারা আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ করে প্রতিবাতে ফুঁসে ওঠেছে। এতে প্রায় প্রায় তিন ঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পরে দূরপাল্লার যাত্রীরা।
রবিবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে কলেজের অধ্যক্ষ মসিউর রহমান মৃধার অব্যাহতি প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদে নামে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে রাখে শিক্ষার্থারা। এতে বেলা সাড়ে চারটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে থাকে।
এদিকে গঠনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও পুলিশ কয়েক দফা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরাতে পারেনি।
পুলিশ জানায়, দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মসিউর রহমান মৃধা অব্যাহতি নেন এর প্রতিবাদে ফুঁসে ওঠে কলেজের শিক্ষার্থারা।
নরসিংদী প্রতিদিন/মোমেন খান/লক্ষণ বর্মণ/খন্দকার শাহিন-