নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার,৯ মার্চ ২০১৯:
নরসিংদীর পাঁচদোনা এলাকার ড্রিম হলি ডে পার্কে জাতীয় সংসদ সদস্যদের বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৯ মার্চ) ড্রিম হলিডে পার্কে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডিপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে ফুল দিয়ে বরণ করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) এমপি, নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলি, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান।
বনভোজনে অংশ নিয়ে জাতীয় সংসদের অন্যান্য সদস্যরা ড্রিম হলিডে পার্ক পরিদর্শন করেন। একে অপরের সাথে কুশল বিনিময় করেন। বনভোজন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা।