নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,১১ মার্চ ২০১৯:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মহসিন হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি-জিএস-এজিএসসহ ১৩পদেই জয় লাভ করেছে ছাত্রলীগ। সোমবার (১১ মার্চ) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় এ ফল ঘোষণা করেন হল প্রভোস্ট অধ্যাপক এ. এস. এম মাকসুদ কামাল।
মহসিন হলে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন শহিদুল হক শিশির, জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিজান এবং এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন সাদিল আব্বাস।
মুহসীন হলের ছাত্রলীগ প্যানেল :
ভিপি : শিশির- ৭৬০ ভোট
জিএস : মিজান- ৬২১ ভোট
এজিএস : সাদিল আব্বাস- ৭০৩ ভোট
বহিঃক্রীড়া সম্পাদক : জাহিদুল ইসলাম- ৬৩২ ভোট
সাহিত্য সম্পাদক : মামুন- ৬৮৪ ভোট