ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ১৩ মার্চ ২০১৯:
নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে মো. শাকিল মৃধা (১৯) নামে এক ইয়াবা ব্যবসায়ী কে গত সোমবার রাত পৌনে ১১টায় দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৯৫ পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে বাঁশগাড়ি ইউনিয়নের দিগলিয়াকান্দি গ্রামের মো. জহর মৃধার ছেলে।
বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন এ বিষয়ে থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।