এম.শরীফ হোসেন | দুবাই থেকে
নরসিংদী প্রতিদিন- বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯: সংযুক্ত আরব আমিরাত ঢাকা পড়ে গেল কুয়াশার চাদরে।
শীতের শেষার্ধে আবহাওয়ায় হঠাৎ এমন কুয়াশার হানা এখানে বসবাসকারী জনগণকে ভাবিয়ে তুলেছে রীতিমত।আজকের কুয়াশা সকাল বেলায় এতটাই প্রকট যে ১০০ গজ দুরে আর কিছুই দেখতে পাওয়া যায়না।
ষড় ঋতুর দেশখ্যাত বাংলাদেশের জনগণকে কুয়াশা যতটা শীতের তীব্রতা অনুভব করায়
গ্রীষ্ম প্রধাণ দেশ আরব আমিরাতে ঠিক তার উল্টোটি লক্ষ্য করা যায়।
কুয়াশার এমন আগমন এখানে শীত নয় বরং গরমেরই লক্ষণ।আমিরাতের আবহাওয়ায় এমনই ঘটছে প্রতিনিয়ত ।এখানে শীতকালে কোন কুয়াশা পড়েনা।সাগরের শীতল হাওয়ায় যতটা শীত পড়ে তার স্থায়ীস্ত শুধু সকাল পর্যন্ত।ধীরে ধীরে সুর্যের তীব্রতার সাথে তা মিশে যায় গরমের সাথে।সে কারণে এখানে শীত ততটা প্রখর না।
কিন্তুু গরমকালে যে কুয়াশা পড়ে তাতে গরমের তীব্রতা এতটাই হয়ে থাকে যে,সারাদিন গায়ের কাপড় ঘামে ভিজে থাকে।এ সময় খোলা মাঠে কাজ করা দুঃসহ হয়ে উঠে।
আজ এ কুয়াশা সেই গরমের আগমনী বার্তাই দিয়ে গেল এখানকার অধিবাসীদের।