খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ১৫ মার্চ ২০১৯:
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন (কমিশনার)।
মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র সংসদের ভিপি মো: রিপন মিয়া আনোয়ার হোসেন এর আনারস মার্কায় সমর্থন দিয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে নিয়ে স্লোগানে মূখর। ছবি-নরসিংদী প্রতিদিন
এছাড়া তিনি বৃহস্পতিবার মেহেরপাড়া ও শুক্রবার শিলমান্দী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।
তবে নির্বাচনে ভোটের মাঠে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ইভিএমের ভোটে ফলাফল পরিবর্তন নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
তবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন(কমিশনার) ভোট সুষ্ঠু হবে বলে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আগামী ৩১ মার্চ নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান।