নিজস্ব প্রতিবেদক । নরসিংদী প্রতিদিন-
রবিবার ১৭ মার্চ ২০১৯:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদী সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এদিকে সকালে মনোহরদী উপজেলা প্রশাসনসহ জেলার অন্যান্য উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। র্যালী শেষে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া দুপুরে আইনজীবী সমিতিতে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটেন আইনজীবীরা।