নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ২২ মার্চ ২০১৯:
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আনোয়ার হোসেন (কমিশনার)।
তিনি বুধবার বিকালে পাঁচদোনা ও বৃহস্পতিবার আমদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আনারস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলোতে আনোয়ার হোসেন এর কর্মী-সমর্থকরা ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন।
এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
তবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন(কমিশনার) ভোট সুষ্ঠু হবে বলে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আগামী ৩১ মার্চ নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান।