ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২৬ মার্চ ২০১৯:
মহান স্বাধীনতা দিবসে জাতির বীরসন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে শহীদদের উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদন করছে লাখো মানুষ। তাদের মাঝে একদল প্রতিবন্ধীকে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা গেলো। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটের দিকে তারা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
বেসরকারি সংস্থা পক্ষপাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপির উদ্যোগে তাদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের অধিকাংশের বয়স ১০-১৫ বছর। বয়সে বড় আছেন বেশ কয়েকজন। সবাই হুইল চেয়ারে বসা।
কথা হলো হুইল চেয়ারে বসা আশরাফুল ইসলামের সঙ্গে। জানালেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তারা বেশ খুশি।
তিনি বলেন, মহান এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই আমরা স্বাধীনতা পেয়েছি। তাই মনের টানেই এখানে এসেছি। তাদের প্রতি ভালোবাসা জানাতে, তাদের সম্মান জানাতে।