এম শরীফ হোসেন, দুবাই থেকে | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৭ মার্চ ২০১৯:
উঞ্চ আবহাওয়ার দেশ হিসেবে খ্যাত দুবাই শহর ভিজলো বৃষ্টিতে।
২৭ মার্চ বুধবার সকাল হতে দিনভর থেমে থেমে চলে গুড়ি গুড়ি বৃষ্টির খেলা।তবে,বিকাল ৫ টার দিকে গুড়ি বৃষ্টি কিছুটা তীব্রতায় রুপ নেয়।
মেঘলাকাশ মেঘের গর্জন আমিরাতবাসীদের গরমের মাঝে এনে দিল এক অন্যরকম অনুভূতি।বৃষ্টির কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।প্রায় সকল সড়কেই গাড়ীর জ্যামের কবলে পড়তে হয়েছে যাত্রীদের।
এদিকে,পথ যাত্রীদের আনাগোনা না থাকায় প্রায় জনমানবহীন হয়ে পড়ে সব সময় পথচারীদের ভীড়ে ব্যস্ত থাকা পথগুলো।বৃষ্টির কারনে ক্রেতাসাধারণ এর উপস্থিতি কম থাকায় এখানকার স্থানীয় মার্কেটগুলোতে কেনাকাটায় ছিল স্থবিরতা।
অন্যদিকে,উন্নত দেশের তালিকায় নাম থাকা এ দেশটির সর্বত্র পাকা সড়ক থাকায় রাস্তার কোথাও কাদা ছোঁড়াছুড়ি না হলেও নির্মানাধীণ প্রজেক্টগুলোতে শ্রমিকদের চলাচলে অসুবিধায় পড়তে হয়েছে।
অনেক কোম্পানী বৃষ্টির কারনে নির্দিষ্ট সময়ের পূর্বেই কর্মবিরতি দিয়ে দেয় শ্রমিকদের।
সারাদিন বৃষ্টি শেষে সন্ধ্যায় আকাশে মেঘের অবস্থা উন্নতি হলে সবকিছু আবার স্বাভাবিক নিয়মে চলতে থাকে।