জহিরুল ইসলাম | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২৮ মার্চ ২০১৯:
নরসিংদী ন্যাশনাল কলেজে ২০১৯ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকালে ফিনিক্স বার্ড ইনস্টিটিউট এর মাঠে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নরসিংদী ন্যাশনাল কলেজের সভাপতি অধ্যাপক আবু তাহের বেলাল সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক কামাল হোসেনের সঞ্চালনায় সকাল ১০ টায় নাঈম আহম্মেদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া।
এই সময় শিক্ষকদের মধ্যে উপদেশমূলক বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য রাখেন,রসায়ন বিভাগের কাজী শামীম সরকার ও ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আরিফুল হক।
অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,মাহিন রাজ ও শাহরিয়ার আলম।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী বক্তব্য রাখেন,আকাশ সরকার,শরিফুল ইসলাম,আজিম উল্লাহ প্রমুখ।
বিদায়ী ছাত্রদের সফলতা কামনায় মুনাজাত পরিচালনা করেন সাব্বির আহমেদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গণিত বিভাগের প্রভাষক মোঃ বেল্লাল হোসেন,বাংলা বিভাগের প্রভাষক মোঃ ফোরকান মিয়া,ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আরিফুল হক, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ নাজমুল হক,হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃজিহান সরকার (মাছুম), ফিনান্স বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম , আইসিটি বিভাগের প্রভাষক মোঃআরিফ পাঠান প্রমুখ।