বৃষ্টির দিনে ভিজবী যদি
আয় রে তোরা আয়
ঘরের কাজ ঘুচিয়ে দিয়ে
এক সাথে সবে যাই।
মেঘের নিচে ভিজবো সবাই
মাখবো গাঁয়ে জল
আনন্দেতে মন টিকে না
চল রে সবাই চল।
মাঠে মাঠে জল ছিটিয়ে
করবো দোড়াদৌড়ী
বন্ধুরা সব কাজ পরে থাক
আয়না তাড়তাড়ি।
মেঘের জলে মাছ ধরবো
সাঁতার দিব ঘাটে
আয় বন্ধরাু যাই রে সবাই
কান্দাইল ভূইয়া বাড়ীর মাঠে।
বৃষ্টি নিয়ে খেলবো মোরা
নানান রঙ্গের খেলা
আয় রে সবাই রঙ্গিন হবো
মেঘ বৃষ্টির মেলায়।
…
কবি,স্বপন দাস বিজয়
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী প্রতিদিন