খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৯ মার্চ ২০১৯:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার (২৮ মার্চ) বিকালে রাজধানীতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি হলরুমে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ এর কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রমজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান।
আয়োজিত এ সংগঠনের সাধারণ সম্পাদক এ,টি,এম মমতাজুল করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো: জাকির হোসেন, বাংলাদেশ তাঁতী লীগের সাবেক সভাপতি এনাজুর রহমান চৌধুরী
এছাড়াও আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধা মো: মাহবুব আহমেদ, বীর মুক্তিযুদ্ধা প্রফেসর ডক্টর মো: তৌহিদুল ইসলাম, মো: ফরিদ আহমেদ, মো: মিজানুর রহমান প্রমূখ।