নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার,০১ এপ্রিল ২০১৯:
নোয়াখালীর সুবর্ণচরে এবার পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে চরজুবলী ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে বলে সমকালকে জানান ওই নারী। তাকে রোববার রাত ১২টা ২০ মিনিটে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগ তিনি পেয়েছেন। এই মুহূর্তে তিনি ঘটনাস্থলে আছেন।
খবর: সমকাল