লক্ষন বর্মন। নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ২ এপ্রিল ২০১৯:
“শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ” এই শ্লােগানকে সামনে রেখে ৪র্থ ত্রি-বার্ষিক সাধারণ সভা করেছে নরসিংদী জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার বিকেলে সাহেপ্রতাপ মােড়ে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলেন, মুক্তিযােদ্ধা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খাঁন এমপি।
নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট ঠিকাদার ফারুক সরকার।
নরসিংদী জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হােসেন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।