এম.শরীফ হোসেন, দুবাই থেকে | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৩ এপ্রিল ২০১৯:
গত ২৯ মার্চ বিকেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মহাগ্রন্থ আল-কোরআনের বিষ্ময়কর নানান মহিমা নিয়ে নির্মাণ করা পবিত্র আল-কোরআন পার্ক উন্মুক্ত করা হয়েছে।আল-খাওয়ানিজ নামক এলাকায় ৬০ হেক্টর জমিতে নির্মিত এ পার্কটি ইসলামী প্রেক্ষাপটে পবিত্র আল-কোরআনে উল্লেখিত সবধরনের দুর্লভ উদ্ভিদ দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে।যার মধ্যে হাতে গোনা কয়েক প্রকার গাছ ছাড়া আল-কোরআনে উল্লেখিত ৫৪টি গাছের সব ক’টি গাছই স্থান পেয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দুবাই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ডুমুর, ডালিম, জলপাই, পিঁয়াজ, রসুন, যব, গম, আদা, শসা, ইত্যাদি উল্লেখযোগ্য। এদিকে পার্কের সৌন্দর্য বাড়াতে একটি মিনি বাগানও রয়েছে এখানে।যেখানে কোরআনে উল্লেখিত গাছ ছাড়াও বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে।আরও রয়েছে হ্রদ ও শীতাতপ নিয়ন্ত্রিত টানেল।
এদিকে,টানেলে দর্শকদের প্রতি পবিত্র কোরআনে উল্লেখিত বিভিন্ন অলৌকিক ও বিষ্ময়কর ঘটনা সম্পর্কে আলোকপাত করা হয়।
অপরদিকে ইসলামী প্রেক্ষাপটে মনোরম পরিবেশের এ পার্কটিতে রয়েছে দৃষ্টিনন্দন প্রবেশ পথ, ইসলামী বাগান, প্রশাসনিক ভবন, শিশুদের খেলার জায়গা, ওমরাহ কর্নার, আউটডোর, থিয়েটার, দর্শনার্থীদের জন্য পবিত্র আল-কোরআনের মহিমা প্রদর্শনের স্থান ও ফোয়ারা। এর পাশাপাশি আরো রয়েছে মরূদ্যান, পাম বাগান, লেক, রানিংট্র্যাক, সাইক্লিং ট্র্যাক ও হাঁটার ট্র্যাক।
যা দর্শকের মনকে সত্যিই প্রফুল্লতা এনে দেয়।আর উন্মুক্ত করার পর হতে এখানে দর্শকের আনাগোনাও চলছে চোঁখে পড়ার মত।