ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
সোমবার,০৮ এপ্রিল ২০১৯:
মালয়েশিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে অন্তত ৬ জন বাংলাদেশি বলে জানা গেছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৩ জন। স্থানীয় সময় রবিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে সেপাং জেলার এমএএস কার্গো এলাকায় এ ঘটনা ঘটে
কেএলআইএ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদমশাহ’র বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, একটি কারখানায় কাজ শ্রমিকদের নিয়ে আসছিল বাসটি। পথে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ৯ জন নিহত হোন।
এঘনায় আহত হোন আরও অন্তত ৪০ জন। আহতদের কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও আরও ৩ জনের মৃত্যু হয়। আহতদের অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক।
তবে হতাহতদের এখনও নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। হতাহতরা প্রায় সবাই বিদেশি শ্রমিক বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে।
দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে গেছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। বাংলাদেশি শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকসেদ আলী।