1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীতে আইনজীবী নিখোঁজের ঘটনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন আজ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ২৬৭ পাঠক

খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
বুধবার,১০ এপ্রিল ২০১৯: নরসিংদী জজকোর্টের আইনজীবী শাহজাহান এতমামদার নিখোঁজ রয়েছেন। আইনজীবী নিখোঁজের ঘটনায় বুধবার(১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ১০ টায় আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিখোঁজের ছেলে মোঃ রুপম জানান, তার বাবা শাহজাহান এতমামদার গত শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় নিজ চেম্বার থেকে চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী গ্রামের বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গত রবিবার নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু চারদিন হয়ে গেলেও কেউ কোন সন্ধান দিতে পারেনি।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) রাত পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি।’ তাই তার পরিবার ও আইনজীবীদের সমন্বয়ে আজ বুধবার মানববন্ধন ও সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হবে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৯টার দিকে উপজেলা মোড়স্থ নিজ চেম্বার থেকে বাসার উদ্দেশে বের হয়ে যান। অনেক রাত হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নম্বরে কল করে সংযোগ বন্ধ পান। রাত সাড়ে ১২টার দিকে অ্যাডভোকেট শাহজাহানের নম্বর থেকে ছেলে রুপমের নম্বরে মিসড কল আসে। এ সময় ছেলে ফোন ব্যাক করলে তিনি সংক্ষিপ্ত কথায় জানান, “আমি জরুরি কাজে ঢাকায় আসছি, সকালে ফিরবো।” এ সময় তার অনার্স পড়ুয়া মেয়েকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার কথা বলেন। কোথায় আছেন? কখন গেছেন? প্রশ্ন করলে তিনি উত্তর দেননি এবং মোবাইলটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার খোঁজ মিলছে না।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD