আরিফুল ইসলাম | নরসিংদী প্রতিদিন-
সোমবার ১৫ এপ্রিল ২০১৯: মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে পাটকল শ্রমিকদের ডাকা ৯৬ ঘন্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ জুট মিলস্ এর শ্রমিকরা। এ ধর্মঘটের প্রথম দিনে সোমবার(১৫ এপ্রিল) সকালে ডেমরায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
শ্রমিকরা সোমবার সকাল থেকেই দুটি পাটকলের শ্রমিকরা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এ সময় বিক্ষোভরত শ্রমিকরা সড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে বসে পড়েন। সেইসঙ্গে গাছের ডালপালা জড়ো করে রাস্তায় আগুন ধরিয়ে দেন। এদিকে পাটকল শ্রমিকরা সকাল চট্টগ্রাম ও খুলনায় সড়ক ও রেলপথ অবরোধ করেছে। সোমবার সকাল ৬টা থেকে একযোগে এই কর্মসূচি পালন করছেন খুলনাঞ্চলের ৯টিসহ সারা দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকলের শ্রমিকরা। ধর্মঘটের পাশাপশি প্রতিদিন চার ঘন্টা করে রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি শুরু করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।
এদিকে নরসিংদীর ইউএমসি জুট মিলস্ ও ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলস্ এর শ্রমিকরা। ৯৬ ঘন্টার ধর্মঘটের প্রথম দিনে আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত নরসিংদীর সাটিরপাড়া-কামারগাঁও আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এছাড়া ইউএমসি জুট মিলের সামনে জামতলা পৌর শ্রমিক মঞ্চে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।