নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ১৭ এপ্রিল ২০১৯:
এলজিএসপি -৩ এর আওতায় নরসিংদী জেলার ৭১টি ইউনিয়ন পরিষদের সচিবদের মধ্যে একটি করে স্মার্ট মোবাইল ফোন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় থেকে এসব মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচিবদের হাতে স্মার্ট মোবাইল ফোনগুলো তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখা, নরসিংদীর উপ পরিচারক ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এসময় ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার ৭১ টি ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত থেকে মোবাইল ফোন গ্রহণ করেন।