ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ২১ এপ্রিল ২০১৯:
গাজীপুর প্রেসক্লাবের ২০১৯-২০ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দৈনিক ইত্তফাকের মুজিবুর রহমান সভাপতি ও দৈনিক যুগান্তরের শাহ সামসুল হক রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেলে ভোটগ্রহণ শেষে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান ফলাফল ঘোষণা করেন।
১৭ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি দিনকালের দেলোয়ার হোসেন, সহ-সভাপতি গণমুখের সৈয়দ মোকছেদুল আলম, যুগ্ম সম্পাদক বাংলাভূমির নজরুল ইসলাম আজহার, সাংগঠনিক সম্পাদক প্রতিদিনের সংবাদের হাসমত আলী, কোষাধ্যক্ষ মুক্ত বলাকার কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির আবুল হাসান, দপ্তর সম্পাদক আজকের জনতার সিরাজ উদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক গাজী টিভির মো. আব্দুল্লাহ আল মামুন।
নির্বাহী সদস্যরা হলেন বাংলাদেশের খবরের এনামুল হক, খবরের রুহুল আমীন, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীম, স্বাধীন মতের বেলাল হোসেন, বিটিভির আব্দুর রহমান, ও আমাদের অর্থনীতির মিলটন খন্দকার।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন, কমিশনার সাব্বির আহমেদ রুবেল ও সুশীল চন্দ্র পাল নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ প্রিন্স নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন।
নির্বাচনে ৮২ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।