নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৬ এপ্রিল ২০১৯:
কুয়েতে জাকারিয়া নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়ে বলে খবর পাওয়া গেছে। নিহতর বাড়ী নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার কুয়েতী পুলিশ।
জানা যায়, প্রায় ২০ বছরের আগে জাকারিয়া স্বজনদের মূখে হাসি ফোটাতে কুয়েতে পাড়িজমান। সেখানে আল-গানাম নামে একটি কোম্পানিতে পাহাড়াদার হিসেবে কাজ করতেন। সে প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে রাতে তার বেডে ঘুমিয়ে পড়ে। পরে বৃহস্পতিবার সকালে তাকে ঘুম থেকে জাগতে না দেখায় সহকর্মীরা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ও ডাক্তার এসে তাকে পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করে এবং লাশ হাসপাতালের মর্গে নিয়ে যায়।
পুলিশ জানায়, হৃদরোগ জনিত কারণে তার এমন মৃত্যু ঘটেছে।
এদিকে কোম্পানীর পক্ষ হতে লাশ দ্রুত বাংলাদেশে তার গ্রামের বাড়ীতে পাঠানোর প্রস্তুতি চলছে নরসিংদী প্রতিদিনকে জানিয়েছেন সেখানে বসবাসকারী তার এক নিকটাত্মীয়।
প্রবাসী জাকারিয়ার হঠাৎ এমন মৃত্যুর খবরে তার পরিবার শোকে মাতম।