আল-আমিন মিয়া | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৬ এপ্রিল ২০১৯:
মাদক-ডাকাতসহ অপরাধ দমনে সাহসী ভ‚মিকা রেখে ভালো কাজের মাধ্যমে পলাশবাসীর মন জয়কারী পলাশ থানার এসআই মীর সোহেল রানাকে বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা শাখার আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির পলাশ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে-আলম রনির পরিচালনায় এসআই মীর সোহেল রানার স্মৃতিচারণ করে বক্তব্য দেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা, হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির উপদেষ্ঠা ও উপজেলা যুবলীগের সহ সভাপতি মাকসুদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা লাকি, মানবাধিকার সংগঠনের সহ সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকলীগের কার্যকারী সভাপতি মনিরুজ্জামান মানিক, ঘোড়াশাল শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টুকু, ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমূখ।
পরে এসআই মীর সোহেল রানাকে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সভাপতি আনোয়ার হোসেন আনু ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সভাপতি নূরে-আলম রনিসহ উপস্থিত অতিথিরা।