নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯:
নরসিংদীতে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় সময় টিভি’র স্টাফ রিপোর্টার সাংবাদিক আশিকুর রহমান পিয়াল আহত হয়েছেন। গত মঙ্গলাবার(২৩ এপ্রিল) বিকেলে বৌয়াকুড় মোড়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
আহত আশিকুর রহমান পিয়াল নরসিংদী প্রতিদিনকে জানান, পেশাগত দায়িত্ব পালনে পৌর শহরের বৌয়াকুর মোড়ে হোন্ডায় থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি অটো রিকশা সজোরে ধাক্কা মারে। এতে তার ডান হাতে আঘাত লাগে। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে ব্যথার তীব্রতা বাড়তে থাকলে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এক্স-রে’র মাধ্যমে ডান হাতের কবজির সংযোগস্থলে ভাঙ্গা ধরা পড়ে।
এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় সদস্য সাংবাদিক খন্দকার শাহিন নিসচা’র পক্ষে বেপরোয়া অটো চালকের শাস্তির দাবি জানান। সেই সাথে নরসিংদী শহরের রাস্তাগুলোতে বেপরোয়া অটো রিকশা নিয়ন্ত্রনে প্রশাসনকে আরো কঠোর হওয়ার জন্য তিনি আহবান জানান।