লক্ষন বর্মন ও মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,৩০ এপ্রিল ২০১৯:
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি বলেছেন, রমজান মাসের মধ্যেই পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ করা হবে। এছাড়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের কারণ খতিয়ে দেখে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউনাইটেড মেঘনা চাঁদপুর (ইউএমসি) জুটমিল পরিদর্শন করে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
দেশে এক চেটিয়া ব্যবসা বন্ধে বিজিএমসির মিলগুলো চালু রাখার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী আরো জানান, পাট খাতে শ্রমিক ও চাষীদের বাঁচিয়ে রাখতে এসব মিলগুলোতে ফাঁক-ফোকর বন্ধেও তৎপর রয়েছে সরকার।
পরে মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় মন্ত্রীকে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মী ও পাটকল শ্রমিক সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম ও নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
-নরসিংদী প্রতিদিন-এসকেশা/বিকাল-৩০০৪১৯