নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১ মে ২০১৮ : জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে নরসিংদীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পহেলা মে সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএমএসএফ’র নরসিংদী জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন নিলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায়, এ মানববন্ধনে মফস্বল সাংবাদিকরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে গণমাধ্যম সপ্তাহ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
সভা শেষে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি রোডে এসে সমাপ্ত হয়। এতে অংশ নেন বিএমএসএফ’র নরসিংদী জেলা কমিটির প্রধান উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, সিনিয়র সহ- সভাপতি শরিফ ইকবাল রাসেল, সহ-সভাপতি মোঃ নাজমুল সাখাওয়াত বাবু, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, বিএমএসএফ’র মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ও সহ-সভাপতি মুনিরুজ্জামান মনির সহ পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।