নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, মে ২০১৮: কিশোরগঞ্জে নারীসহ ৬জন নিহত হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন সময়ে পাকুন্দিয়া, ইটনা ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে নারীসহ ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাটুইর গ্রামের রাকেশ দাসের ছেলে রুবেল দাস, মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মহিউদ্দিন, একই উপজেলার কেওয়াজোড় ইউনিয়নের অলিপুর গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া।
টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে কৃষকের মৃত্যু
আর পাকুন্দিয়ার তিনজন হলেন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগীর গ্রামের হালিম উদ্দিনের কন্যা নূর নাহার, একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে মজিবুর রহমান এবং সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের আয়েছ আলীর ছেলে আসাদ মিয়া।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস, বজ্রপাতে তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।