নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার, ৭ মে ২০১৯: এসএসসি পরীক্ষায় ফেল করায় রাত্রি দত্ত নামে নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পলাশ উপজেলার বিরিন্দা গ্রামের মঙ্গল দত্তের মেয়ে। নিহত রাত্রী দত্ত পুুবালী জুট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। স্বজনরা জানান, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু রাত্রী দত্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঐ দিন বিকালে গলায় ওরনা পেচিয়ে নিজ ঘরে আত্মহত্যার করে।
এঘটনার খবর পেয়ে পুশিল নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান। পরে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহতর লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ।