ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
সোমবার,১৩ মে ২০১৯:
নরসিংদীর শিবপুর থেকে এক হাজার পিস ইয়াবাসহ সাদেকুর রহমান ওরফে কাজল (৩৮) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তি কামারটেক এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। রবিবার (১২ মে) বিকালে নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপন কুমার সরকার (পিপিএম) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজ বাড়িতে মাদকের চালান ভাগাভাগির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কাজল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।