বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,১৫ মে ২০১৯ :
ঈদ আসছে, নিশ্চিত শাকিবের দাপট চলবে। সারা বছর হল মালিকরা এই অপেক্ষাতেই থাকে। এবারো দুইটি ছবি মুক্তির পথে আছে। ‘নোলক’ও ‘পাসওয়ার্ড’। এদিকে ‘পাসওয়ার্ড’এর কাজ এখনো শেষ হয়নি। কিন্তু শাকিব- ফারিয়া জুটির
‘শাহেনশাহ’ ছবি সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির জন্য প্রস্তুত হলেও, প্রযোজক ছবিটি ঈদে মুক্তি দিচ্ছেন না।
এর পরিবর্তে তারা আমদানি করে মুক্তি দিতে চাইছেন কালকাতার জিতের ছবি। জিৎ অভিনীত ‘শুরু থেকে শেষ’ ছবিটি আমদানি করে ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে শাপলা মিডিয়া।
এখন ভক্তরা প্রশ্ন তুলছে শাকিব খানের ছবি রেখে কেন জিতের ছবি ঈদে মুক্তি দিতে চায় শাপলা মিডিয়া?
বিষয়টি নিয়ে শাপলা মিডিয়ার ম্যানেজার বাদল বলেন, ‘ঈদে শহরের তিন হলেই শাকিব খানের ছবি মুক্তি দিলে, দর্শক তো স্বাদ পাবে না। এখন দুটি সিনেমা হলে যদি শাকিব খানের ছবি মুক্তি পায়, আর পাশের সিনেমা হলে যদি জিতের ছবি মুক্তি পায়, তা হলে দর্শক ভিন্ন স্বাদ পাবে। যে কারণে আমরা শাকিব খানের ছবির মুক্তি না দিয়ে জিতের ছবি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’
বাদল বলেন, “আগামীকাল জিতের সঙ্গে মিটিং হবে। জিৎ বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।”
'শেষ থেকে শুরু' ছবিটি প্রযোজনা করেছেন কলকাতার নায়ক জিৎ। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক।