খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার,২১ মে ২০১৯:
নরসিংদীতে মাধবদী থানার এসআই আব্দুর রাজ্জাক আবারও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পেয়েছেন। মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মানব পাচার, ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগেও তিনি দুইবার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন।
নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম) ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এর হাত থেকে ৩য় বারের মত নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসারের সম্মাননা গ্রহণ করেন আব্দুর রাজ্জাক।
এ সম্মাননা প্রধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ মিয়া সহ জেলার অন্যান্য থানার কর্মকর্তাবৃন্দ।